বেতাগীতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবীতে মানববন্ধন
প্রকাশ | ১৮ জুলাই ২০২৪, ১৬:৫৫
বরগুনার বেতাগীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে র্যালি, মানৰৰন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে আয়োজিত এ মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সভাপতি মহসীন ফয়সাল অপু।
প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান মহসিন, মুক্তিযোদ্ধা সন্তান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিএম আদনান খালিদ মিথুন।
এই সময়ে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ফারুক সিকদার, গাজী খবির উদ্দিন, মো.লিয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান রুহুল আমিন সোহেল ও সারমিন রীমা সহ আরো অনেকে।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও সমাবেশে শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সন্তান অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান।
যাযাদি/ এম