পীরগঞ্জে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় 

প্রকাশ | ১৭ জুলাই ২০২৪, ১২:১৮

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদের মতবিনিময় সভা হয়েছে। 

মঙ্গলবার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,  ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দীন আহম্মেদ। 

উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তাশাম উল হক মিম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক  ফয়জুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, প্রধান শিক্ষক মোকসেদ আলী, মো. জুয়েল, মোজাম্মেল হক, আসাদুজ্জামান উজ্জ্বল, রেজওয়ানুল হক রেজু, তাহেরা বেগম  প্রমূখ।

সভায় উপজেলার ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/এস