রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

দুর্গাপুরে আদিবাসী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৬ জুলাই ২০২৪, ১৩:৫২
ছবি: যায়যায়দিন

নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসী নেতৃবৃন্দের সাথে উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে কানাডিয়ান হাই কমিশন ইন বাংলাদেশ এর সহযোগিতায় ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)'র বাস্তবায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

"সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার উন্নয়নে আদিবাসী সংগঠনের সক্ষমতা উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক মোরশেদ আলম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার জনাব এম রকিবুল হাসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী এডভোকেট মানেশ চন্দ্র সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান আনছারী, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাসুল তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাদিয়া আখতার, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং, উপজেলা আদিবাসী নারী নেত্রী পার্বতী রিছিল, আদিবাসী উন্নয়ন প্রকল্পের কাউন্সিলর কর্মকর্তা মালঞ্চ রেমা, প্রকল্প কর্মকর্তা অন্তর হাজং প্রমখ।

মতবিনিময় সভায় উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন, দুর্গাপুর সদর ইউনিয়ন এবং কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের কমিটি থেকে ২৭ জন আদিবাসী নেত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে