রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

নেত্রকোনায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ১৬ জুলাই ২০২৪, ১২:৪৯
ছবি: যায়যায়দিন

নেত্রকোনা জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে মঙ্গলবার ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে লালন করে বৃক্ষরোপন অভিযান ও জেলা শহরের পুরাতন কালেক্ট্ররেট প্রাঙ্গণে বৃক্ষমেলা উদ্ধোধন করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি উদ্ধোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। র‌্যালিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ আশরাফুল কবির, সহকারী বন কর্মকর্তা এ.এফ.জি মোস্তফা, প্যানেল মেয়র-১ এস.এম মহসীন আলম প্রমুখ। জেলা প্রশাসক শাহেদ পারভেজের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে