দিরাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুর রহমান খোন্দকার-এর সভাপতিত্বে ও দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রদীপ রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রায়হান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ দৌলা তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন, ইউপি চেয়ারম্যান একরার হোসেন, মোয়াজ্জেম হোসেন জুয়েল, আলী আহমদ, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার, জেলা পরিষদ সদস্য রায়হান মিয়া, প্রেসক্লাবের অর্থ সম্পাদক দৈনিক যায়যায়দিনের ফটো সাংবাদিক মুক্তার হোসেনসহ কমিটির সদস্য বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভায় বিগত কিছুদিন পূর্বে দিরাই-মদনপুর সড়কের সুজানগর এলাকায় ঘটে যাওয়া ডাকাতির ঘটনা সংগঠিত হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। দিরাই থানার অফিসার ইনচার্জ পুলিশের টহল জোরদার করা হয়েছে জানিয়ে বলেন, ইতিমধ্যে দুইজন ডাকাতসহ চুর চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। তিনি সবাইকে নিজ নিজ এলাকায় পাহারাদার নিয়োগের আহ্বান জানান।
যাযাদি/ এম