রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৫ জুলাই ২০২৪, ১২:৫৩
ছবি: যায়যায়দিন

ময়মনসিংহের মুক্তাগাছায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর মুক্তাগাছা সাউথ এপি।

রোববার উপজেলার কুমারগাতা ইউনিয়নের রাজপুর কালীমন্দির এলাকায় পিছিয়ে পরা হতদরিদ্র নারীদের ওরিয়েন্টেশন সমাপ্তির পরে কমিউনিটি গিফট হিসেব ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে জামালপুর এসিও সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মো: আল আমীন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হেলাল উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন শিশু সুরক্ষা কর্মকর্তা টিটুস হাচ্ছা, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রাকিবুল ইসলাম, উপকারভোগী সদস্য ও গ্রাম উন্নয়নের সদস্যবৃন্দ।

পরে ছাগল পালনের উপর প্রশিক্ষণ পাওয়া ৩৮ জন দরিদ্র নারীকে ১ টি করে ছাগল বিতরণ করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে