রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

মুক্তাগাছায় গাছের চারা বিতরণ

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৫ জুলাই ২০২৪, ১২:৫১
ছবি: যায়যায়দিন

"ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার বীজ বপন করা" প্রতিপাদ্য বাস্তবায়নে ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকর্তৃক গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার উপজেলার ৮ নং দাওগাঁও ইউনিয়ন পরিষদ মাঠ, রাজাবাড়ী বাজার ,বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদেপাবইজান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে ওয়ার্ল্ড ভিশনের মুক্তাগাছা সাউথ এপি'র উদ্যোগে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন দাওগাঁও ইউপি চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা। এসময় বিভিন্ন বিতরণ ভেন্যুতে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক প্রধান শিক্ষক বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইমান আলী প্রধান শিক্ষক বাদে পাবইজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, রতন কুমার ভৌমিক সিনিয়ন প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন প্রমূখ।

পরে ওয়ার্ল্ড ভিশনের ১০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাওদগাঁও ইউনিয়নের ইউপিজি ও বিএসএল দলের সদস্য, ইমপ্যাক্ট প্লাস গ্রুপ, ধর্মীয় নেতা , বিভিন্নভাবে সক্ষম ব্যক্তি ও ছাত্র- ছাত্রীদের মধ্যে ৭৪৭৪ টি গাছের চারা প্রদান করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে