গোসলে নেমে গৃহবধূ ও তিন কিশোরীর মৃত্যু 

প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ১০:৪৩

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
-ফাইল ছবি

জামালপুরের মেলান্দহে পুকুরের গোসল করতে নেমে গৃহবধু ও তিন কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ। 


মৃতরা হলেন, দক্ষিণ বালুরচর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৩০), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১৪), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা (৯), ও
দেলোয়ার হোসেন এর মেয়ে  দিশা আক্তার  (১৭)। সে মেলান্দহ জাহানারার লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। 


জানা গেছে, রবিবার বিকেলে চারজন একসাথে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে নামে। এসময় সাদিয়া (১৪) ও খাদিজা (৯) পানিতে ডুবে গেলে গৃহবধূ রোকসানা ও কলেজ ছাত্রী দিশা আক্তার দুইজন দুইজনকে উদ্ধার করতে যায়। ডুবে যাওয়া দুইজনকে উদ্ধার করতে না পেরে তারাও ডুবে মারা যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।


মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। একজন গৃহবধু ও তিনজন কিশোরী পানিতে ডুবে মারা গেছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

যাযাদি/ এস