বোরহানউদ্দিন পৌরসভায় ওসিদের বিদায়-বরণ অনুষ্ঠিত
প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ১০:৫৮
ভোলার বোরহানউদ্দিনে সদ্য বদলি হওয়া ওসি ও সদ্য যোগদানকারী ওসিদের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে পৌরসভার সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য বদলি হওয়া ওসি মো শাহীন ফকির বিপিএম, সদ্য যোগদানকারী ওসি মো. জাব্বারুল ইসলাম, প্যানেল মেয়র মো. হারুন-অর-রশীদ, পৌর কাউন্সিলর সেলিম রেজা, কামাল হোসেন, সালাউদ্দিন পঞ্চায়েত, মিরাজ পাটোওয়ারী, জোহেব হাসান, পৌরসভার সচিব প্রণয় কুমার সাহা প্রমুখ।
অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আ. সাত্তার, সহকারী প্রকৌশলী রাশেদ বিল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী আকবর হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদ্যবিদায়ী ওসি মো. শাহীন ফকিরকে বোরহানউদ্দিন থানা থেকে বদলি করে ডিএমপিতে পদায়ন করা হয়েছে। অন্যদিকে লালমোহন উপজেলার মঙ্গল শিকদার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাব্বারুল ইসলামকে বোরহানউদ্দিন থানায় ওসি পদে পদায়ন করা হয়েছে।
যাযাদি/ এসএম