রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ১৩ জুলাই ২০২৪, ১৪:৫০
ছবি-যায়যায়দিন

কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্রফ্রন্ট সমমনা শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী মাহমুদ হোসেনের সভাপতিত্বে এবং রাজিব সূত্রধরের সঞ্চলনায় অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট নেতা বিশ্বজিৎ নন্দী, শ্যামল সরকার, শাহরিয়ার তানভীর, জামির হোসেন প্রমুখ। প্রেসক্লাব থেকে মিছিল শুরু হয়ে চৌমুহনায় এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল করে পুনরায় কোটার যৌক্তিক সংস্কারের জন্য পরিপত্র জারি করার দাবি জানান। শিক্ষার্থীরা কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার না করে দমনের চেষ্টা করা হলে এই আন্দোলন আরও দানাবাঁধাবে বলে হুঁশিয়ারি দেন তারা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে