রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

জগন্নাথপুরে বন্যা আশ্রয়কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ১২ জুলাই ২০২৪, ১৭:১৭
ছবি-যায়যায়দিন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চলমান বন্যা পরিস্থিতিতে পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়া, নিউমোনিয়া, চর্ম সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু সহ বয়স্ক মানুষ। এই পরিস্থিতিতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ এর আওতাধীন কমিউনিটি ক্লিনিক, সাব-সেন্টার গুলোতে প্রতিদিন বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা।

গতকাল বৃহস্পতিবার এই পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও কমিউনিটি ক্লিনিকের মেডিক্যাল টিম স্থানীয় কুশিয়ারা উচ্চবিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্রে ফ্রি ঔষধ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এলাকার ডায়রিয়া, পেট ব্যথা, সর্দি-জর, চর্ম রোগে আক্রান্ত ১৬৫ জন রোগী ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা দিতে এসে গোতগাঁও গ্রামের সাবু মিয়া বলেন, ঘরের পাশে ফ্রি ঔষধ সহ চিকিৎসা পেয়ে আমরা খুশি। গোতগাঁও কমিউনিটি ক্লিনিক এর স্বাস্থ্যসেবা প্রদানকারী (সি এইচ সি পি) অর্ধেন্দু রায় বলেন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পক্ষ থেকে এবং সার্বিক সহযোগিতায় বন্যাকবলিত এলাকার আশ্রয়কেন্দ্র সহ কমিউনিটি ক্লিনিকে পানিবাহিত রোগের ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছি। এছাড়াও আমরা নৌকা দিয়ে বাড়ি গিয়ে চিকিৎসা সেবা প্রদান করছি, চিকিৎসার প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা রয়েছে। গোতগাঁও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী পিংকু রায় ও মোছা, খোদেজা বেগম সহ সেচ্ছাসেবীরা ফ্রি মেডিকেল টিমে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে