রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

বিট পুলিশিংয়ের সচেতনতামূলক ক্যাম্পেইন ফুলপুরে 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১১ জুলাই ২০২৪, ০৯:৫৫
ছবি-যায়যায়দিন

ময়মনসিংহের ফুলপুরে বিট পুলিশিংয়ের উদ্যোগে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ছনধরা ইউনিয়নে ছনধরা হাজী আ. মজিদ উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ ক্যাম্পেইনের আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ছনধরা বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম, ছনধরা হাজী আ. মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় ছাত্র-ছাত্রী, স্কুলের সহকারী শিক্ষক শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা তোমাদের নিজেদের পূরণ করতে হবে। কোনও গুজবে কান দিবে না। রাস্তাঘাটে কেউ ডিস্টার্ব করলে সরকারি ৯৯৯ এই নাম্বারে কল করবে। তাহলে ফুলপুর থানা পুলিশ তোমাদেরকে সহযোগিতা করবে। এসময় বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক সেবন, রাসেল ভাইপার সাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সতর্কতামূলক আলোচনা করেন তিনি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে