রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

উছমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকে’র নতুন কমিটি গঠন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
  ১০ জুলাই ২০২৪, ১৪:৩০
ছবি: যায়যায়দিন

ওসমানীনগরের উছমানপুর ইউনিয়নের প্রবাসীদের সংগঠন ‘উছমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকে’র নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত ৮ জুলাই যুক্তরাজ্যে সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আবদুল হাকিম জিলুকে সভাপতি, সাহেল আহমেদ তপাদারকে সাধারণ সম্পাদক এবং সাইফুর রহমান চৌধুরীকে অর্থ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি আগামী দুই বছর (২০২৪-২০২৬) সংগঠনের দায়িত্ব পালন করবে।

জানা যায়, গত ৮ জুলাই সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে উছমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকে’র নতুন কার্যকরী কমিটি গঠনের জন্য র্দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে বিগত কমিটির সভাপতি নূরুল হাসান ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছার হোসেন ও সাহেল তপাদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র মায়ূম তালুকদার । বিশেষ অথিতির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কাউন্সিলর গোলাম কিবরিয়া চৌধুরী, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আনহার মিয়া, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সমিতির সাবেক সভাপতি নুর আলী ,বর্তমান সভাপতি রশিদ আহমেদ,সাবেক সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, এডকেশন ট্রাস্টের সাধারন সম্পাদক নাজমুল ইসলাম,সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আজাদুর রহমান, ট্রেজারার সাইফুর রহমান , গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক আবদুল বাছির, দক্ষিন সুরমা উপজেলা সমিতির শফিক আহমেদ, বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক ট্রেজারার তোফায়েল আহমেদ তোফা , আজম আলী, আলহাজ্ব মানিক খান,মাহমুদ আলী, হাফিজ সানার মিয়া, মামুন কবির চৌধুরী ,মানিক খান, মোতাহির আলী সোহেল, ভিপি ফয়সল হোসেন সুমন, সানা মিয়া, কামরুল আহমদ শুকুর , আবুল লেইছ, বাবলু মিয়া, সেলিম আহমদ লুদু , সাইফুল ইসলাম মহসিন, জয়নাল আবেদীন, আলী হোসেনসহ বৃটেনের বিভিন্ন বাঙালী সংগঠনের নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন উছমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্টের সাইফুর রহমান জফুর, আবুল খয়ের, আবদুল হান্নান ,সাদিকুর রহমান তপাদার, আব্দুন নূর লতিফি, রুবেল আহমেদ তপাদার,সালমান আহমেদ,জাহেদ আহমেদ জিসান,সাইফুর রহমান সফু,খন্দকার সামছুদ্দুহা রুয়েদ ,আজমানুর রহমান চৌঃ,সেবুল মিয়া,মুহীত চৌঃ,বাবলু তপাদার,সাবলু চৌঃ,তুফায়েল চৌঃ,আক্তার হোসেন রাজু,আওলাদ আলী,বাবলু মিয়া,আবদুল কাইয়ুম ,সিবলু মিয়া সহ সংগটনের ট্রাস্টি ও শুভাকাংখী বৃন্দ।

প্রথম পর্বের সভায় সংগটনের বিগত দুই বছরের কার্যবিবরণী সকলের সামনে উপস্থাপন করেন বিগত কমিটির সভাপতি নূরুল হাসান, সাধারণ সম্পাদক আনছার হোসেন ও অর্থ সম্পাদক মোঃ সিনু মিয়া। রিপোর্ট পর্যালোচনার উপর বক্তব্য রাখেন সাবেক সভাপতিদের আবদুল কাদির রুনু , সৈয়দ এমরান আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আলম, সাবেক অর্থ সম্পাদক আবদুল মজিদ সিরাজ ও মিজানুর রহমান সেবুল প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ আবদুস সালাম ।

দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনের চেয়ারম্যান শাহ মালিক মর্তুজা, সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল ও ট্রেজারার শামসুল আলম তপাদারসহ উপস্থিত ট্রাস্টি ও উপস্থিতির সামনে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২০২৪- ২০২৬ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করেন।

উল্লেখ্য, নিজ এলাকার উন্নয়নের সার্থে ২০০৫ সালে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা উছমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। সংগটনটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে