বেতাগীতে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশ | ০৯ জুলাই ২০২৪, ২১:১৭
বরগুনার বেতাগীতে ৪ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা ২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা।
মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১২ টায় উপজেলা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা ২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এ প্রণোদনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: খলিলুর রহমান খান, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ, মাহামুদুল হাসান মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান নিপু রানী দাস।
এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিপুল শিকদা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমদ।
জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফশী আমন ধান ও নারিকেল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ২৫০ কৃষকে আমন ধানের বীজ ও সার প্রদান করা হয়। যেখানে প্রতিজন কৃষককে ১০ কেজি আমন ধানের বীজ, ২০ কেজি সার প্রদান করা হয়েছে। এছাড়াও ৫ টি করে ৫শ' কৃষককে নারিকেল চারা দেওয়াা হয়।
যাযাদি/ এম