শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

শেরপুরে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শেরপুর জেলা প্রতিনিধি
  ০৯ জুলাই ২০২৪, ১৭:৪২
আপডেট  : ০৯ জুলাই ২০২৪, ২২:৪৬
ছবি-যায়যায়দিন

শেরপুর সদর উপজেলার মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মঙ্গরবার ( ৯ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া উপজেলা নির্বাহী অফিসার শেরপুর সদর এবং ঈফফাত জাহান তুলি সহকারী কমিশনার ভূমি শেরপুর সদর ।

এসময় অন্যান্যদের মাঝে উপজেলা সিনিযর মৎস্য কর্মকর্তা মমতাজুন্ননেছা ও সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে অবৈধ কারেন্ট জাল চল্লিশ পিচ,২০০ মিটার ৬ হাজার টাকা ও চায়না দোয়ারী জাল ৫শত মিটার, ৫ পঞ্চাশ হাজার টাকা । সেইসাথে জব্দকৃত জালগুলো আগুনে পুড়েনো হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে