শেরপুর সদর উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ১৬:৫০

শেরপুর জেলা প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

শেরপুর  সদর উপেজলা পরিষদের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে । ৮ জুলাই সোমবার  সকাল সারে ১০টায়  শেরপুর  সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান  অতিথি শেরপুর এক আসনের সংসদ আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু কর্মসূচির উদ্বোধন ঘোষনা করেন । 

এবং উপজেলা চত্বরে একটি গাছ লাগান। এ সময় বিশেষ অতিথি ছিলেন মোঃ রফিকুল ইসলাম চেয়ারম্যান শেরপুর সদর উপজেলা পরিষদ শেরপুর।

মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া উপজেলা নির্বাহী অফিসার শেরপুর সদর এর সভাপতিত্ব  বক্তব্য রাখেন শেরপুর এক আসনের মাননীয় সাংসদ ও শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছানোয়ার হোসেন ছানু। 

এ সময় তিনি বলেন, জনসংখ্যার অধিক চাপে বৃক্ষ নিধনের কারনে পরিবেশ আজ হুমকির মুখে। এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় তৈরী করবে।

এসময় উপস্তিত ছিলেন শেরপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাবিহা জামান শাপলা- প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন- উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা ওকর্মচারী বৃন্দ ।

শেরপুর বন-বিভাগ এর রেন্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক  জানান এ মাসে শেরপুর  সদর উপজেলায়  প্রায় ৫ হাজার’র বেশি ফলজ ও বনজসহ বিভিন্ন প্রকারের বৃক্ষরোপন করা হয়।

যাযাদি/ এম