রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

হরিণাকুন্ডুতে ৬৫০ কৃষকের সার ও বীজ বিতরণ

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
  ০৮ জুলাই ২০২৪, ১৫:৩৪
ছবি: যায়যায়দিন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৮ জুলাই ২০২৪ আমন ধানের আবাদ ও পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ /২০২৪-২৫ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল দশটার সময় হরিণাকুন্ডু স্টেডিয়াম মাঠে উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটি আয়োজিত অনুষ্ঠানে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম টিপু মল্লিক।

এ অনুষ্ঠানে হরিণাকুন্ডু উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাজেদুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন খাতুন, হরিণাকুন্ডু উপজেলা কৃষি অফিসার শরীফ মোঃ তিতুমীর উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে