রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

মোল্লাহাটে তামাকবিরোধী দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ০৮ জুলাই ২০২৪, ১৪:৪৩
আপডেট  : ০৮ জুলাই ২০২৪, ১৪:৫০
ছবি: যায়যায়দিন

বাগেরহাটের মোল্লাহাটে ধূমপান ও তামাকজাদ দ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ কোর্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। অনুষ্ঠানে তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক সহ প্রশিক্ষণ কোর্সের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, অধ্যক্ষ এল জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মিল্টন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভিন, পুলিশ পরিদর্শক তদন্ত আশ্রাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশাদুজ্জামান শুভ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ বিভুতি মল্লিক, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী ও মোঃ মিজানুর রহমান মোল্লা, সমবায় কর্মকর্তা এ বি এম মোরশেক, যুব উন্নয়ন কর্মকর্তা সুধান রায়, উপ-সহকারী কর্মকর্তা পাট উন্নয়ন মোঃ হাফিজুর রহমান সহ অনেকে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে