বাঁশখালীতে পোড়ানো হলো জব্দ করা বেহুন্দি জাল 

প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ১৪:৩২

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বাঁশখালী উপজেলার উপকূলবর্তী বঙ্গোপসাগর এলাকায় উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধরার কাজে ব্যবহৃত পাঁচটি বেহুন্দি জাল জব্দ করার পর আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

রোববার (৭ জুলাই) বিকেলে বঙ্গোপসাগর উপকূলবর্তী গণ্ডামারার খাটখালী ও শেখেরখীল ফাঁড়ির মুখ এলাকায় জালগুলো পোড়ানো হয়। 

একই সাথে নিষিদ্ধ সময়ে বরফ উৎপাদন করায় শেখেরখীল ফাঁড়ির মূখ এলাকার শেখেরখীল আইস ফ্যাক্টরির ১৩৫০টি বরফ কেরোসিন তেল দিয়ে নষ্ট করা হয়। 

এ সময় বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার সাইফুল ইসলাম, কোস্টগার্ডের সিসি এম মমতাজুর রহমান, উপজেলা মৎস্য অফিসের ফিল্ড এসিস্ট্যান্ট মুহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বাঁশখালী উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় বাঁশখালী উপকূলবর্তী বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা মূল্যের পাঁচটি বেহুন্দি জাল ও দেড় লাখ টাকা মূল্যের তেরশত পঞ্চাশটি বরফ ধ্বংস করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এসএম