ব্রহ্মপুত্র নদে বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ

প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ১২:২২

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুড়িগ্রামের চিলমারী উপজেলার কাঁচকোল এলাকায় ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধ এলাকার মানুষরা এখনো ধস আতঙ্কে রয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের লোকজন ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে বাঁধটির ধস ঠেকানোর চেষ্টা করছে। 

গত বৃহষ্পতিবার ওই এলাকার বাঁধের ৩০ মিটার অংশ জুড়ে এ ধস দেখা দেয়। গত বছরও একই অংশে ধস দেখা দিয়েছিল। 
উজানের ঢলে গত কয়েকদিন ধরে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়েছে। এতে গত বছরের মতো এ বছরেও ভাঙন এলাকার তীরের কাছে নদের গভীরতা আকস্মিক বৃদ্ধিতে বাঁধে ধস দেখা দেয়। 

কাঁচকোল এলাকার প্রেম কুমার বর্মণ বলেন, ‘ভাঙনকবলিত এলাকায় জরুরিভাবে পানি উন্নয়ন বোর্ড থেকে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। এতে ভাঙন ঠেকানো গেলেও স্থানীয়দের মাঝে আতঙ্ক কাঠেনি। বাঁধটি ভেঙে গেলে কয়েকটি গ্রাম বন্যা আর ভাঙনে সর্বস্বান্ত হয়ে পড়বেন বলে জানান তিনি।’ 

আবু সাঈদ বাবু বলেন, ‘গত বছর একই এলাকায় ধস দিয়েছিল। সে সময় আপদকালিন সময়ে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ধস ঠেকানো হলেও শুকনো মৌসুমে ভাঙন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আর কোন তৎপরতা দেখা যায়নি। তাই পানি বাড়তে থাকায় ফের ধস দেখা দিয়েছে।’  

উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুজ্জামান শাহিন বলেন, ‘বন্যা ও ভাঙনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে আছে উপজেলার ৩টি ইউনিয়নের মানুষ। নতুন করে রাণীগঞ্জ এলাকায় বাঁধে ধস ঠেকানো না গেলে গোটা উপজেলায় হুমকিতে পড়বে।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুন বলেন, বাঁধটিতে ধস ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ডাস্পিং করা হয়েছে। প্রস্তুত রাখা হচ্ছে বিপুল পরিমাণ বালুভর্তি জিও ব্যাগ। যে কোনো সময় ধসে যাওয়ার পরিস্থিতি দেখা দিলে এসব জিও ব্যাগ তাৎক্ষণিক ব্যবহার করা হবে।

যাযাদি/ এসএম