ভোলার বোরহানউদ্দিনে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের বর্ণাঢ্য রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ৩টায় উপজেলা পুজা উৎযাপন পরিষদ ও রথযাত্রা কমিটির আয়োজনে উপজেলার রবীন্দ্র পল্লি ভাওয়াল বাড়ি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির থেকে একটি বর্ণাঢ্য রথযাত্রা বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রিয় মন্দিরের সামনে শেষ হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জাফর উল্লাহ চৌধুরী, পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু অনিল কুমার দাস, সম্পাদক ইন্দ্রজিৎ দে, ব্যবসায়ী বিল্টু চন্দ্র দাস সহ বিভিন্ন মন্দিরের ভক্তরা রথযাত্রায় উপস্থিত ছিলেন।
প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয় এ উৎসব। এ দিন সকাল থেকেই বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা উৎসবের মূল আচার-অনুষ্ঠান। রথযাত্রা শেষে উদযাপন কমিটির উদ্যোগে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে রথযাত্রা কর্যক্রম শেষ হয় ।
যাযাদি/ এসএম