সোনাইমুড়ীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশ | ০৭ জুলাই ২০২৪, ২৩:১৬

সোনাইমুড়ী (নোয়াখালী)প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

নোয়াখালীর সোনাইমুড়ীতে রাস্তায়  নির্মাণ সামগ্রী রাখায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। 

 রবিবার (৭ জুলাই) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা কৌশল্যরবাগ রাস্তার মাথা নামক স্থানের সোনাইমুড়ী-চাটখিল সড়কে এই অভিযান পরিচালনা করেন। এসময় রাস্তার সাথে স্তুপ করে রাখা প্রায় ৩০০ ফুট ঢালাই পাথর জব্দ করে উপজেলা প্রশাসন। 

 এসময় সড়কে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে দুই যুবককে ১০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অদুরে সোনাইমুড়ী-চাটখিল সড়কের পূর্ব পাশে কয়েকশ ফুট ঢালাই পাথর স্তুপ করে রাখা হয়েছিল। সড়কের ওপরে এসব পাথর রাখায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। 

যাযাদি/ এস