কিশোরগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট

প্রকাশ | ০৭ জুলাই ২০২৪, ২২:০১

কিশোরগঞ্জ প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় বড়পুল মোড়ে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

রোববার (৭ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম ও এম.এম মেহেদী হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। 

এ সময় ড্রাইভার ও উপস্থিত জনতার মধ্যে শব্দদূষণের ক্ষতিকর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মতিন জানান, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী ৮টি যানবাহনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১২টি হাইড্রোলিক হর্ণ ও ৪টি ইলেকট্রিক হর্ণ জব্দ করা হয়।

যাযাদি/ এম