র‌্যাব-৮ এর অভিযানে ধর্ষক পিস্তল বাবু আটক

প্রকাশ | ০৭ জুলাই ২০২৪, ২১:৪৪

বরিশাল অফিস
ছবি-যায়যায়দিন

পটুয়াখালীর বাউফলে আলোচিত গণধর্ষণ মামালার প্রধান আসামী বাবু মৃধা ওরফে পিস্তল বাবু’কে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৮ ও র‌্যাব-১০ যৌথভাবে ঢাকার কদমতলী থানা এলাকা থেকে শনিবার ( ৬ জুলাই) তাকে আটক করে। 

রোববার (৭ জুলাই) র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

র‌্যাব জানিয়েছে, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৭ বছরের এক তরুনী গত ১১ জুন কলেজ থেকে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে স্থানীয় অটোচালক সোহেল তাকে গন্তব্যের আগেই নামিয়ে দেয়। 

পরে সে পায়ে হেটে বাড়ি রওয়ানা দিলে পথিমধ্যে স্থানীয় বাবু মৃধা ওরফে পিস্তল বাবু ও সুমন তাকে জোরপূর্বক রাস্তার পাশে থাকা আমির সিকদারের ঘরে নিয়ে যায়। ওই ঘরে থাকা এক মহিলাকে বের করে দিয়ে তারা তরুণীকে ধর্ষন করে। পরে অটোচালকও ওই তরুণীকে ধর্ষন করে। 

একইসাথে ধর্ষনের ঘটনা মোবাইল ফোনে ধারন করে। এ ঘটনায় ধর্ষীতা ১৪ জুন বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। 

বিষয়টি র‌্যাবের নজরে আসলে আত্মগোপনে থাকা আসামীদের গ্রেফতারের জন্য ব্যাপক ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ৬ জুলাই র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প র‌্যাব-১০ এর সহযোগীতায় ঢাকার কদমতলী থানাথীন সুফিয়া হাসপাতালের সামনে অভিযান চালিয়ে প্রধান আসামী পিস্তল বাবুকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

বাবু বাউফল উপজেলার শাপলাখালী গ্রামের মোফাজ্ঝেল মৃধার ছেলে। গ্রেফতারকৃত আসামীকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।
   
যাযাদি/ এম