রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

আনোয়ারায় অভিযানে ৫ টন মাছ জব্দ, গ্রেপ্তার ৮

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৭ জুলাই ২০২৪, ১৮:৫৬
ছবি-যায়যায়দিন

নিষিদ্ধ সময়ে মাছ শিকার ও পরিবহণের দায়ে চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৫ হাজার কেজি মাছ জব্দ করেছে নৌ পুলিশ।

রবিবার (৭ জুলাই) উপজেলার তৈলারদ্বীপ ব্রিজ এলাকা থেকে এসব মাছ জব্দ করেন গহিরা বার আউলিয়া নৌ পুলিশ। জব্দকৃত মাছের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ সময় নিষিদ্ধ সময়ে মাছ পরিবহন ও বিক্রয়ের দায়ে তিনটি ট্রাকসহ ৮জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, কায়সার মিয়া(৫৫), রেজাউল (২৯), রেজাউল করিম(৪২), আব্দুল করিম(৩৪),জাবের হোসেন(৩৯), বেলাল হোসেন(২৫), মো. আজিম (২৮) ও আবদুল শুক্কুর(২৮)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে নেতৃত্বদেন বার আউলিয়া নৌ পুলিশের ইনচার্জ এসআই টিটু দত্ত ও এএসআই ফারুক হোসেন।

বারআউলিয়া নৌ পুলিশের ইনচার্জ টিটু দত্ত জানান, আইন অমান্য করে মাছ শিকার করে বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরের নেওয়ার পথে অভিযান চালিয়ে ৫ টন মাছ জব্দ এবং ৮ জেলেকে গ্রেপ্তার করা হয়। মাছের প্রজনন মৌসুমে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় যেকোনো প্রজাতির মাছ শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে