কেরানীগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ | ০৭ জুলাই ২০২৪, ১৫:১৯

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঢাকার কেরানীগঞ্জে ৬৪ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃত রাব্বি শেখ (২৯) মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানাধীন চাষীড়ী গ্রামের মো. ইসমাইল শেখের ছেলে বলে জানা যায়। 

রোববার (৭ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১০ সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম.জে. সোহেল। 

তিনি জানান, গত ৬ জুলাই, রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন বামনসুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ১ লাখ বিরানব্বই হাজার টাকা মূল্যমানের ৬৪ বোতল ফেনসিডিলসহ রাব্বি শেখকে গ্রেফতার করে।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

যাযাদি/ এসএম