শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

কাজিপুরে যমুনায় তীব্র ভাঙন, বানভাসি মানুষের দুর্ভোগ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৭ জুলাই ২০২৪, ১১:৪৪
ছবি: যায়যায়দিন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের বৃষ্টিতে যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের হিসেবে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এরইমধ্যে কাজিপুরের খাসরাজবাড়ী, তেকানি, নিশ্চিন্তপুর ও চরগিরিশ ইউনিয়নের নানাস্থানে দেখা দিয়েছে ভাঙন। ছালাল চরে নির্মিত মুজিব কেল্লা ভাঙনের কবলে পড়েছে। যেকোন সময় তা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। ভাঙনের কবলে পড়েছে ভেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শুক্রবার দুপুরে ওই বিদ্যালয়ের নিকট ভাঙন দেখা দেয়। স্থানীয়রা বিদ্যালয়ের একটি টিনের ঘর সরিয়ে নিয়েছে। এছাড়াও খাসরাজবাড়ী গুজাবাড়ি বাঁধ, তেকানি বাঁধ হুমকির মুখে রয়েছে। যদিও এসব বাঁধের কাজ এখনও চলমান রয়েছে তবে পানি বৃদ্ধিতে সৃষ্ট ঘুর্ণাবর্তের কারণে যেকোনো সময় তা নদীগর্ভে চলে যেতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছে।

এরইমধ্যে অনেক পরিবার তাদের ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। বানভাসি মানুষজন তাদের গবাদিপশু নিয়ে চরম বিপদে রয়েছে। ক্রমাগত বৃষ্টির কারণে তাদের দুর্ভোগ বেড়েছে অনেকগুণ। কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বিভিন্ন ভাঙন এলাকায় ঘুরে বানভাসীদের খোঁজখবর নিচ্ছেন। স্থানীয় প্রকল্প বাস্তবায়ন অফিসসূত্রে এ পর্যন্ত ভাঙনকবলিত এলাকার মানুষের জন্য ৩০ টন জিয়ার চাউল বরাদ্দ হয়েছে বলে নিশ্চিত করেছেন। নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় ভাঙন দেখা দিয়েছে। এই রাস্তা ভাঙলে ওই এলাকার সাথে পুরো চরাঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। খাসরাজবাড়ীর একটি উঁচু রাস্তা ভেঙ্গে আন্ত ইউনিয়ন যোগাযোগ বন্ধ হয়ে গেছে, যেকোন পরিস্থিতির জন্যে প্রশাসন সতর্ক রয়েছে।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন জানান, আমরা এরই মধ্যে বানবাসিদের জন্যে বরাদ্দ পেয়েছি। জনপ্রতিনিধিদের নিয়ে চাহিদামতো এই ত্রাণ পৌঁছে দেয়া হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে