হাকিমপুরে নবাগত এএসপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় 

প্রকাশ | ০৬ জুলাই ২০২৪, ১৮:৫৫

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

দিনাজপুরের হাকিমপুর সার্কেলের (হাকিমপুর, ঘোড়াঘাট) নবাগত সহকারি পুলিশ সুপার (এ এস পি) আ. ন.ম নিয়ামত উল্লাহ  হাকিমপুরের  গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মত বিনিময় সবায় মিলিত হন। এএসপির নিজস্ব কার্যালয়ে এর আয়োজন করা হয়। 

শনিবার (৬ জুলাই) হাকিমপুর থানার ওসি, দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সবায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন, এএসপি আ. ন. ম. নিয়ামত উল্লাহ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাকিমপুর প্রেসক্লাবের  সাধারন সম্পাদক  ও গাজী টিভি হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলু, দৈনিক করতোয়া হাকিমপুর প্রতিনিধি ডা. আলতাফ হোসেন, যায়যায়দিন হাকিমপুর প্রতিনিধি রমেন বসাক, যমুনা টেলিভিশন হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির, সময় টেলিভিশন হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক, মাছরাঙ্গা টেলিভিশন হিলি প্রতিনিধি হালিম আল রাজি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন হিলি  প্রতিনিধি সাজ্জাদ হোসেন, আমাদের সময় হাকিমপুর প্রতিনিধি মিজানুর রহমান, একুশে টেলিভিশন হিলি প্রতিনিধি  সালাউদ্দিন বকুল, রাইজিং বিডি  দিনাজপুর জেলা প্রতিনিধি মোসলেম উদ্দিন, আর টিভি হিলি প্রতিনিধি আব্দুল আজিজ, সময়ের আলো উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী, ডেলটা  টাইমস হাকিমপুর প্রতিনিধি তাসির উদ্দিন বাপ্পি, বাংলা টিভি হিলি প্রতিনিধি  কুদ্দুস আলী খান, এখন  টেলিভিশন হিলি প্রতিনিধি  সোহেল রানা, স্বদেশ প্রতিদিন হাকিমপুর প্রতিনিধি নুরুজ্জামান হোসেন প্রমুখ। 

সভাটি সঞ্চালনা করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ  (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম।

সভায়  সাংবাদিকগণের পক্ষ থেকে বিশেষ করে হিলি চুরিপট্টি সহ থানা এলাকার বেশ কিছু স্পটে রমরমা  মাদক কারবারি চালু থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলে  তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের  আশ্বাস প্রদান করেন। 

পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা সহ সার্বিক বিষয়ে এএসপি সাংবাদিগনের  নিকট সহযোগিতা কামনা করলে  তারাও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার  শরীফুল ইসলামের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার হিসেবে যোগদান করায় তিনি তার স্থলাভিষিক্ত হলেন। 

যাযাদি/ এম