পূর্বধলায় প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় ও পুরস্কার বিতরণ 

প্রকাশ | ০৬ জুলাই ২০২৪, ১৮:৫০

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

নেত্রকোণার পূর্বলায় শনিবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় করলেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন। 

উপজেলার সার্বিক শিক্ষার মান উন্নয়নের জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

পরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৬২টি ক্যাটাগরিতে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান, মো: আব্দুল্লাহ আল আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার, ওসি মো: রাশেদুল ইসলাম, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবু বকর ছিদ্দিক প্রমুখ।

 প্রধান অতিথির বক্তব্যে আহমদ হোসেন বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তোলতে হবে। ফেসবুক, টিকটক, গেম খেলা থেকে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিরত থাকতে হবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার সার্বিক মান উন্নয়নের জন্য সবাইকে সচেষ্ট থাকার আহবান জানান।       

যাযাদি/ এম