শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

কোটা সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

খুলনা অফিস
  ০৬ জুলাই ২০২৪, ১৮:৪৫
ছবি-যায়যায়দিন

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। অবরোধের ফলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শনিবার (৬ জুলাই) দুপুর ১২টা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। অবরোধ চলাকালে মুষলধারে বৃষ্টি শুরু হয়।

এ সময় বৃষ্টি উপেক্ষা করে অবরোধ চালিয়ে যান শিক্ষার্থীরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনসংলগ্ন বটতলা থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক দিয়ে ক্যাম্পাসের পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে আবারও প্রধান ফটকে আসেন।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফটকসংলগ্ন মহাসড়কে বসে পড়েন। এতে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা অবরোধ চলমান রাখেন। প্রায় আধা ঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচিতে ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’সহ বিভিন্ন স্লোগান দেন।শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে বর্তমান কোটা পদ্ধতির ফলে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছেন। চাকরির ক্ষেত্রে ৫৬ শতাংশ কোটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চাই। সারা দেশের ছাত্রসমাজ মাঠে নেমেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে