রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সিলেটে তিন শ বন্যার্ত মানুষকে চিকিৎসা দিয়েছে বাংলাদেশ পল্লী ফোরাম

সিলেট অফিস
  ০৬ জুলাই ২০২৪, ১৭:৫৮
ছবি-যায়যায়দিন

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্যার্ত মানুষদের জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকাল ১০টা উপজেলা পরিষদ মিলনায়তনে জনকল্যাণমুখী সামাজিক সংগঠন বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান এই আয়োজন করেন।

এতে প্রায় ৩ শতাধিক মানুষ ফ্রি স্বাস্থ্যসেবা নেয়। এসময় বিনামূল্যে জরুরী ওষুধ প্রদান করা হয়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ–এর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।

এসময় তিনি বলেন, জনস্বাস্থ্য নিরাপত্তায় প্রশাসন, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধির পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বাড়াতে হবে। বন্যার্ত মানুষের পাশাপাশি মানুষের জীবন মান ও জীবিকা নির্বাহে একযোগে সকলকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ পল্লী ফোরামের ভাইস চেয়ারম্যান আহসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ–এর মহাসচিব অধ্যক্ষ একেএম মনোওর আলী, বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, কবি ও উপাধ্যক্ষ পিয়ার মাহমুদ, বিশ্বনাথ পৌর আল ইসলাহ সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।

লতিফিয়া ক্বারী সোসাইটি বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সভাপতি মাওনালা আব্দুল মছব্বির। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনপ্রতিনিধি শফিক আহমদ পিয়ার।

বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে যারা রোগী দেখেছেন মেডিসিন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. শানুর আলী মামুন, গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মারুফা নাজমীন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল আমিন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ সহ সভাপতি লুৎফুর রহমান গোয়াহরী, সদস্য ইসলাম উদ্দিন, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা আব্দুল মুমিন, বিশ্বনাথ আলিয়া মাদরাসার প্রভাষক মাওনালা নেছার উদ্দিন, মাদারবাজার আলিম ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা সামসুল ইসলাম ইকবাল, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, আলতাফুর রহমান, আজিজুর রহমান, শেখ হাবিবুল্লাহ দাখিল মাদরাসার সুপার শেখ সাহিদুর রহমান, হযরত আবু হুরায়রা দারুসুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালীযের সাধারণ সম্পাদক হাফিজ শুয়াইবুল ইসলাম, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি আজাদুল ইসলাম।

বাংলাদেশ পল্লী ফোরামের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল আশেকী, আব্দুল আজিজ, সাহেদ আহমদ শিপু, হোসাইন আহমদ রাজন, নুরুল ইসলাম মুবিন, তানভীর হোসেন, শাহিদ খান, বাবুল হোসেন হাবিব খান, সাদিক আহমদ, শিমুলকুড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি দেলোয়ার হোসেন সজিব, আব্দুল হাদি রায়হান, নুরুল আলম, নুরুল ইসলাম নাহিদ, জাহেদ মিয়া, রাসেল বহমেদ, রুহুল আমিন, ফয়সল ইসলাম, নাজিম উদ্দিন, নাদিম মোস্তফা প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে