শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

ফেনীতে বৃক্ষমেলার উদ্বোধন ও গাছের চারা বিতরণ

পরশুরাম (ফেনী প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২৪, ১৭:৩৭
ছবি-যায়যায়দিন

ফেনীর পরশুরামে বৃক্ষমেলার উদ্বোধন এবং গাছের চারা বিতরণ করলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

শনিবার (৬জুলাই) দুপুরে পৌর চত্বরে এই বৃক্ষমেলার উদ্বোধন করেন। এর আগে সংসদ সদস্য তাঁর নির্বাচনি এলাকা ছাগলনাইয়ায় উপজেলায় বৃক্ষমেলার উদ্বোধন করেন এবং গাছের চারা বিতরণ করেছেন।

শনিবার দুপুরে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ মজুমদার, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসাইন খান।

এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য স্থানীয়দের মাঝে বিভিন্ন গাছের বিতরণ করে।

এর আগে সংসদ সদস্য ফুলগাজীর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং বন্যা দুর্গত এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেন। আগামী ডিসেম্বরের মধ্যে ৯শ কোটি টাকা ব্যয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শুরু করবেন বলে এমপি তাদেরকে প্রতিশ্রুতি দেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে