কটিয়াদীতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ | ০৬ জুলাই ২০২৪, ১৭:১৫

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রসাশনের আয়োজনে ২০২৪ সালে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ১৫৮ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ্য সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন। 

বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা,  পৌর মেয়র শওকত উসমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা একাডেমী সুপারভাইজার মোহাইমিনুল  ইসলাম আরিফ, আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান প্রমূখ। 

আলোচনার শেষে প্রধান অতিথি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা সূচক ক্রেস্ট তুলেদেন। উপজেলায় ১৫৮ জন জিপিএ ৫ পাওয়া প্রতিষ্ঠানগুলি হচ্ছে- কটিয়াদী কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয়-৮০, মসূয়া উচ্চ বিদ্যালয়-২০, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়-৭, হাজী আবুল ফজল উচ্চ বিদ্যালয়-৮,কায়েস্থপল্লী জগৎ তারা উচ্চ বিদ্যালয়-৮, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়-৬, বৈরাগীচর উচ্চ বিদ্যালয়-৫, হযরত মিয়া চানশাহ উচ্চ বিদ্যালয়-৪, ,লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়-২, বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজ -২, হাজেরা সুলতানা উচ্চ বিদ্যালয়-২, হাজী শামসুউদ্দিন উচ্চ বিদ্যালয়-১, চরআলগী ইছামুদ্দিন উচ্চ বিদ্যালয়-১, রইস মাহমুদ উচ্চ বিদ্যালয়-১, বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়-১,আচমিতা জর্জ ইন্সিটিটিউশান-১ জন।

এসএসসি (ভোক.)মুন্সী আ.হেকিম কারিগরি কলেজ-৩, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়-১,  হাজেরা সুলতানা উচ্চ বিদ্যালয়-১ জন। দাখিলে সহশ্রাম ধুলদিয়া ছাইমুন্নেছা আলিম মাদ্রাসা-৪,গাউছিয়া রাহমানিয়া আলিম মাদ্রাসা-১, মসূয়া দাখিল মাদ্রাসা-১ জন জিপিএ-৫ পেয়েছে।

যাযাদি/ এম