শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

পীরগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২৪, ১৪:৪২
ছবি-যায়যায়দিন

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বিনামুল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের সহায়তায় পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে শনিবার সকালে ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ।

পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অর‌্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম,পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ফয়জুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল ও ডায়াবেটিক সমতির কোষাধ্যক্ষ সলেমান আলী।

পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ফয়জুল ইসলাম জানান, এ চিকিৎসা ক্যাম্পে ৩ শতাধিক চোখের রোগীর চিকিৎসা সেবা প্রদান করা সহ চোখের ছানি অপারেশনের জন্য ৭০ জনকে বাছাই করা হয়। বাছাইকৃতদের গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনা মুল্যে ছানি অপারেশন করা হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে