মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১

পূর্বধলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৪, ২০:২২
ছবি-যায়যায়দিন

নেত্রকোণার পূর্বধলায় আজ শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭ বালক) এর শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ১৬১, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। উদ্বোধনী দিনে ঘাগড়া ইউনিয়ন একাদশকে ১-০গোলের ব্যবধানে হারিয়ে বিশকাকুনী ইউনিয়ন একাদশ জয় লাভ করে।

এ উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল্লাহ আল আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার, পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আহনাফ হোসেন, পূর্বধলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ হাসানুজ্জামান রাফি প্রমুখ। খেলায় উজেলার ১১টি ইউনিয়নের ১১টি দল অংশগ্রহণ করছে।

প্রধান অতিথির বক্তব্যে আহমদ হোসেন বলেন, সারাদেশে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বতর্মান সরকারের একটি সুন্দর আয়োজন। এই খেলায় অংশগ্রহনকারীরাই একদিন জাতীয় দলের হয়ে খেলবে। তাই সবাইকে খেলোয়াড়সুলভ আচরনের মাধ্যমে ভাল খেলা উপহার দেওয়ার আহবান জানান তিনি।

টুর্নামেন্টে প্রথম রাউন্ডে ৬টি দল অংশগ্রহণ করবে এবং ২য় রাউন্ডে ৭দল অংশগ্রহণ করবে। পরে ৮ জুলাই ৪টি দলের মাঝে সেমি ফাইনাল ও ১০ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রথম দিনের খেলা পরিচালনা করেন পূর্বধলা হোসাইনীয় ফাজিল মাদরাসা শরীরচর্চা শিক্ষক মো: কামরুজ্জামান নাঈম। সহকারী পরিচালক ছিলেন মো: কামরুল ইসলাম ও মো: শফিকুল ইসলাম সরকার।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে