সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১

সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য পদের নির্বাচনে তিন জনের মনোনয়নপত্র দাখিল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৪, ১৯:১৭
-ফাইল ছবি

সাতক্ষীরা জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য শূন্য পদে তিন জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান সাতক্ষীরা জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের শূন্য পদে নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই ছিল। এই তারিখ পর্যন্ত তিন জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলকারীরা হল শ্যামনগর উপজেলার পাতড়াখোলা গ্রামের মোঃ আমিনুল ইসলাম, বংশীপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফা ও রমজাননগর গ্রামের মাকছুদুর রহমান।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৫ জুলাই, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতিক বরাদ্দ ১১ জুলাই ও ভোটগ্রহণের তারিখ ২৭ জুলাই । ভোট গ্রহণের সময়সীমা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫৯ জন। উপজেলা পরিষদ হল রুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সদস্যবৃন্দ ভোট প্রদান করবেন।

উল্লেখ্য, যে জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলার পদত্যাগ জনিত কারণে পদটি শূন্য হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে