সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১

কক্সবাজারে হাতির আক্রমণে একজনের মৃত্যু

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৪, ১৮:৪৮
-ফাইল ছবি

কক্সবাজারে শহরের অদূরে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় বন্যহাতির আক্রমণে মনির আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) ভোরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ছড়া দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। রেঞ্জ কর্মকর্তা বলেন, ভোরে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি বন্যহাতি লোকালয়ে ঢুকে পড়ে। এসময় আতংকিত লোকজন বিষয়টি স্থানীয় বনবিভাগকে অবহিত করে।

বনকর্মিরা পৌঁছার আগেই স্থানীয় লোকজন হাতিকে তাড়ানোর চেষ্টা চালায়। এসময় দলছুট বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলে জানান বনবিভাগের এই কর্মকর্তা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে