সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গী প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৪, ১৪:১৫
আপডেট  : ০৫ জুলাই ২০২৪, ১৪:২৬
-ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত রাজু মিয়া উপজেলার গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে। আজ শুক্রবার (৫ জুলাই) সকালে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফিরোজ কবির জানান, গতকাল বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ১টার দিকে নাগরভিটা সীমান্তের ৩৭৬এর ৫এস নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে গরু আনতে যায় কয়েকজন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রাজু ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ বিএসএফের কাছে রয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, এ ঘটনায় সীমান্ত এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে পতাকা বৈঠক আহবান করা হয়েছে। এরপর ঘটনার বিস্তারিত তথ্য পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে