সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১

ক্ষেতলালে সমিতির সভাপতি-সম্পাদকের অভিযোগ সদস্যর বিরুদ্ধে 

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৪, ১২:৪৫
-ফাইল ছবি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় সমিতির নামে দাদন ব্যবসায়ীদের খপ্পরে পড়ে সাধারণ মানুষ নিঃশ্ব হচ্ছে এমন অভিযোগ উঠেছে।

উপজেলার পৌর এলাকার হেড়াকুলা গ্রামে দারিদ্র বিমোচন সমিতির নামে দেদারচে দাদন ব্যবসা দীর্ঘ দিন থেকে করে আসছে।

অভিযোগ সুত্রে জানাগেছে,হেড়াকুলা গ্রামের (১) দিলবর রহমান (২) জিয়া (৩) মুনমুন রহমান (৪) গোলাম মোস্তফা (৫) এরশাদগংদের নামে উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবরে বৃহস্পতিবার (২৭ জুন) লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারীরা একই গ্রামের (১) আনোয়ার হোসেন (২) ছামাদ (৩) খায়রুল (৪) লুলু (৫) রাব্বি (৬) সাইফুল (৭)দিলজার (৮) হেলালসহ আরো সমিতির সদস্য।

অভিযুক্তদের মধ্যে জিয়া বলেন, আমি ও আমার ভাই এই সমিতির সদস্য কিন্তু আমার বাবা দিলবর কোন সদস্য নয়।

যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা ওই সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক,কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করা কালে সমিতির অর্থ আত্মসাত করেছে। আমরা সাধারণ সদস্য হিসাব চাইলে দিব দিচ্ছি বলে দীর্ঘদিন ধরে তাল বাহানা করে আসছে। যারা সমিতির প্রধান দায়িত্ব পালন করেছেন তারা আবার সাধারণ সদস্যদের নামে অভিযোগ করেন।

ভুক্তভোগী ওই সমিতির সদস্য জিয়া আরো বলেন, আপনারা সাংবাদিক আপনাদের কাছে আমাদের অনুরোধ সমিতির সভাপতি আনোয়ার,সম্পাদক ছামাদ, ক্যাশিয়ার খাইরুল আমাদের অর্থ আত্মসাত করেন। এক প্রভাবশালী ব্যক্তির পরামর্শে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা আদৌও সত্য নয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সমিতির নামে টাকা লেনদেন হতো কিন্তু বেশ কিছুদিন ধরে আর দেখা যায়না তবে শোনা গেছে সমিতির কর্মকর্তারাই সমিতির অর্থ আত্মসাত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা অফিসার শাহিনুর আফরোজ বলেন, সমিতির নামে দাদন ব্যবসা চালানোর অনুমতি দেওয়া হয়না এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে