রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১

কোম্পানীগঞ্জে সাড়ে ৪ হাজার কৃষক পেলেন সার-বীজ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২৪, ২৩:৪০
ছবি : যায়যায়দিন

সার্বিকভাবে ধান উৎপাদন বাড়াতে ও আমনের আবাদে উদ্বুদ্ধ করতে প্রণোদনা কর্মসূচির আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৪ হাজার ৭ শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়।

প্রণোদনার আওতায় একজন চাষি আমন ধান চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল ।

এসময় উপস্থিত ছিলেন , ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন বাবর ,মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার,সহকারী কমিশনার (ভূমি)মো.হাবেল উদ্দিন ,উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী ,মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন,উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ্ ,মো.ফরহাদ আলী ,মো.ইয়াছিন ,শামসুল হুদাসহবিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে