রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১

আত্রাইয়ে রাস্তা নির্মাণে অনিয়ম

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২৪, ২১:০৬
ছবি-যায়যায়দিন

নওগাঁর আত্রাইয়ে নিন্মমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগে বিক্ষুদ্ধ এলাকাবাসী কাজটি বন্ধ করে দিয়েছেন।

জানা যায়, উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দি বাজার হতে তৈমুলের বাড়ি পর্যন্ত প্রায় ৭০০ ফুট রাস্তা আরসিসি দ্বারা উন্নয়নের কাজ শুরু করা হয়।

২০২৩-২৪ অর্থ বছরের এ কাজটি শুরু করার পর ঠিকাদার সেখানে নিন্মমাণের ইট,খোয়া,বালুসহ বিভিন্ন সামগ্রী দিয়ে কাজ করতে থাকেন। এদিকে নিন্মমাণের সামগ্রী দেখে স্থানীয় লোকজন কাজটি বন্ধ করে দেন। তাদের দাবি সিডিউল মোতাবেক কাজ করতে হবে।

তেজনন্দি গ্রামের পরান (৬০),ময়নুল (২৬),অজিত (৪০) তৈমুল (৫০) এবং পাশের শ্রীধরগুড়নই গ্রামের এনামুল হক (৪২) বলেন,এ রাস্তায় ইটের সোলিংয়ে বালু না দিয়ে মাটি

দিয়ে নিন্মমাণের কাজ করা হচ্ছে। ফলে আমাদের দাবির মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজটি বন্ধ রেখেছেন।আমরা চাই সিডিউল মোতাবেক কাজ করা হোক।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ইমরান খান বলেন, বৃষ্টির কারনে আপাতত কাজটি বন্ধ আছে। ঠিকাদার সঠিক ভাবে কাজ না করলে আমরা সঠিক ভাবে করিয়ে নেব।

নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর)আসনের এ্যাডঃ মোঃ ওমর ফারুক সুমন এমপি বলেন,আমার নির্বাচনী এলাকায় নিম্নমানের কোন কাজ হবে না। তেজনন্দির এ রাস্তার কাজ অবশ্যই সিডিউল অনুযায়ী করতে হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে