মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১

দৌলতপুরে ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২৪, ২০:১২
ছবি-যায়যায়দিন

আগামী ২৭ জুলাই আসন্ন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরের চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে । চেয়াম্যান প্রার্থী হিসাবে মোট ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা তামান্না রশিদ নিশ্চিত করেছেন।

৪ জুলাই ঘাষিত তফশীল অনুযায়ী দৌলতপুর সদরের চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ৮ জন মনোনযনপত্র দাখিলের শেষ দিন ছিল।

চেয়াম্যান প্রার্থী হিসাবে মনোনয়নপত্র ক্রয় করেছেন যারা তারা হলেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক প্রভাবশালী তরুণ নেতা ছাত্র সমাজের প্রিয়মুখ মো: আতোয়ার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আজিজুল হক খান মন্টুর ছেলে মো: মাহফুজুল হক খান সোহেল, চকমিরপর হাইস্কুলের সিনিয়র শিক্ষক ও সরকারি মতিলাল ডিগ্রী কলেজের সাবেক ভিপি মো: লুৎফর রহমান তুহিন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুস ছালাম (লাল মিয়া), বিশিষ্ট্য ব্যবসায়ী মো: বাবুল হোসেন, বর্তমান উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা মো: রাকিবুল ইসলাম লিটন, উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতা মো: নিজামুল ইসলাম নিজাম, মো: আসলাম আলী ।

উল্লেখ্য, গত ২১ মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে অংশ গ্রহন করার জন্য সদরের চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক পদত্যাগ করেন ।

পদত্যাগ করায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধি মালা -২০১০ এর ১০ বিধি অনুযায়ী গত ২৭ জুন ২০২৪ ইং জেলা নির্বাচন অফিসার চেয়ারম্যান পদ শুন্য ঘোষনা করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা তামান্না রশিদ গত ২৭ জুন ২০২৪ ইং উপনির্বাচনের লক্ষ্যে তফশীল ঘোষনা করেন ।

মনোনয়ন পত্র দাখিল ০৪-০৭-২৪ইং, বাছাই ০৫-০৭-২৪ইং, মনোনয়নপত্র প্রত্যাহার-১০-০৭-২৪ইং, ভোট গ্রহন ২৭ -০৭-২৪ ইং ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে