নাটোরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ে 

প্রকাশ | ০৪ জুলাই ২০২৪, ১৯:২৫

নাটোর প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

নাটোরের লালপুরে মাইক্রো ও অটোরিকশার সংঘর্ষে হাসপাতাল ফেরৎ মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে  লালপুর-বাঘা আঞ্চলিক সড়কে উপজেলার জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতেরা হলেন লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া এলাকার মাহাবুব আলমের স্ত্রী রুবিনা খাতুন (৪৮) ও তার শিশু মেয়ে রোকেয়া খাতুন (৪)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে ৪ বছর বয়সী শিশু রোকেয়া তার বাবা-মার সাথে  চিকিৎসার জন্য রাজশাহীর বাঘা উপজেলার একটি ক্লিনিকে যায়। চিকিৎসা শেষে অসুস্থ্য মেয়েকে নিয়ে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। 

এসময় জামতলা এলাকায় পৌঁছালে লালপুর থেকে আসা একটি মাইক্রোবাস বিপরিত মুখী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মাইক্রোবাসটি আটক করে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

যাযাদি/ এম