কুশিয়ারা নদীতে পানি বেড়ে বিপদসীমার উপরে

প্রকাশ | ০৩ জুলাই ২০২৪, ২১:৫০

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
ছবি-যায়যায়দিন

মৌলভীবাজারের কুশিয়ারা নদীতে দ্বিতীয় ধাপে পানি বেড়ে বিপদসীমার ১৯ সে:মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ এক প্রেসবিজ্ঞপ্তিতে পানি উন্নয়ন বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। পানি বাড়ায় নদী পাড়ের সদর ও রাজনগর উপজেলার প্রায় ১ লাখ মানুষ এখনো জলমগ্ন রয়েছে। 

এছাড়া লাগাতার বৃষ্টি ও ভারতের ঢলে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোনা এলাকায় ৪টি পয়েন্টর সড়ক ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকছে। 

এমতাবস্থায় নদী পাড়ের খেটে খাওয়া মানুষের খাদ্যে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। সরকারি যেসব খাদ্য সহায়তা আসছে, তা অপ্রতুল। তারা দাবী করছেন, ত্রাণ সামগ্রী না এলে তাদের না খেয়ে থাকতে হবে। নদী পাড়ের কালারবাজারে কিছু খাদ্য সামগ্রী পেয়ে কয়েক বয়োবৃদ্ধ মহিলারা জানান, নদী পাড়ে বাস করছি। যেটুকু ঘর আছে, সেটা বিলীন হয়ে গেছে।
 
কালারবাজারের ব্যবসায়ী শেফুল বিশ্বাস, তোরন মির্জা ও সাইদুল ইসলাম রুবেল বলেন, শত বছরের বাজারটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নৌ পথে বাজার থেকে দূর এলাকার মানুষকে পৌছে দিয়ে মাঝিরা বলেন, সবার ঘরে বাহিরে পানিতে এখনো থৈথৈ করছে। নৌকা নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিতে হয়।

যাযাদি/ এম