পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রেস কনফারেন্স

প্রকাশ | ০৩ জুলাই ২০২৪, ২১:৩০

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মানুষের চোঁখ ছানিমুক্ত করার লক্ষ্যে কাজ করছে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতি। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালের সভকক্ষে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ফয়জুল ইসলাম। 

তিনি জানান, পীরগঞ্জ উপজেলার অসংখ্য মানুষ চোঁখের ছানি রোগে ভূগছেন। অনেকে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। তাছাড়া আশেপাশে চোঁখের চিকিৎসার ভাল কোন প্রতিষ্ঠান নেই। 

এ অবস্থায় উপজেলার চক্ষু রোগীদের চিকিৎসা করানো সহ চোঁখের ছানি অপসারণ করে “ছানিমুক্ত পীরগঞ্জ” গড়ার লক্ষ্যে কাজ করছেন তারা। এ লক্ষ্যে আগামী ৬ জুলাই পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতাল চত্ত্বরে বিনামুল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। 

দিনাজপুর গাঁওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের সহায়তায় ওই চক্ষু শিবিরে পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলার চক্ষু রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান এবং চোঁখের ছানি রোগীদের বাছাই করা হবে। বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন করা সহ চশমা ও ওষুধ প্রদান করা হবে। 

প্রেস কনফারেন্সে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ব্যাংকার দবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ডায়াবেটিক সমিতির অর্থ সম্পাদক সলেমান আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা বক্তব্য দেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৮ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম