সখীপুরে ফল মেলা অনুষ্ঠিত 

প্রকাশ | ০৩ জুলাই ২০২৪, ২০:১৮

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

" ফলে পুষ্টিই, অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ" এ প্রতিপাদ্যে টাঙ্গাইলের সখীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ সভাকক্ষে এ মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিয়ন্তা বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী। 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন মুকুল, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা এলজিইডি,র  ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহামেদ, উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফিরোজা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নাজিম উদ্দিন, উপজেলা খাদ্য অফিসার কনক কান্তি দেবনাথ, উপজেলা ইন্সট্রাক্টর হেলেনা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাশাহেদ হাসান সীমান্ত, সহকারী পরিবার পরিকল্পনা অফিসার জাকিয়া জান্নাত বিথী, উপজেলা আনছার ভিডিপি অফিসার সাবিনা ইয়াসমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ প্রকল্প বাস্তবায়ন অফিসার তাহমিনা চৌধুরী প্রমুখ। 

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম