শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১

বারিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে কৃষি উৎপাদন টেকসই করার লক্ষে কর্মশালা 

গাজীপুর প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৪, ১৭:৫৭
ছবি-যায়যায়দিন

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর সরেজমিন বিভাগ এর আয়োজনে বুধবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে কৃষি উৎপাদন টেকসই করার জন্য প্রশমন ও অভিযোজন কৌশল তৈরি করা বিষয়ক বার্ষিক অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল'র নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. জহুরুল করিম।

এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (শস্য ও প্রাকৃতিক সম্পদ, কেজিএফ) ড. মো. আক্কাস আলী।

কর্মশালায় প্রকল্প পর্যালোচনাকারী হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক পরিচালক (পিএন্ডই, কেজিএফ) প্রফেসর ড. আব্দুল হামিদ। পরে অনুষ্ঠানে গবেষণা অর্জনের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন প্রকল্প কো—অর্ডিনেটর (এমসিসিএ প্রকল্প) ড. মো. মনিরুজ্জামান; প্রফেসর (লাইভস্টক এন্ড পোল্ট্রি), বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর, ড. মো. মোরশেদুর রহমান এবং প্রফেসর (ফিসারিজ), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিহ, ড. এ.কে. শাকুর আহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নির্বাহী পরিচালক, কৃষি গবেষণা ফাউন্ডশন (কেজিএফ) ড. জীবন কৃষ্ণ বিশ্বাস; বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার; বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর সাবেক মহাপরিচালক ড. মো. মতিউর রহমান।

এ ছাড়াও বারি/ব্রি/কেজিএফ এর বিভিন্ন কেন্দ্র/বিভাগের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন নির্বাহী পরিচালক, কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) ড. নাথু রাম সরকার।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে