শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাইবান্ধায় বিএনপির সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৪, ১৭:০৪
ছবি: যায়যায়দিন

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, মোর্শেদ হাবীব সোহেল, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মনজুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, বিএনপি নেতা ডা: আ.খ.ম. আসাদুজ্জামান সাজু প্রমুখ।

সমাবেশে সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল। এর আগে জেলার সাত উপজেলা থেকে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর খন্ড খন্ড মিছিল এসে সমাবেশ স্থলে সমবেত হলে সার্কুলার রোডের দুপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বক্তারা বলেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে আজ মৃত্যুশর্যায়। যে কোন সময় তিনি চিকিৎসার অভাবে মারা যেতে পারেন।

অথচ আওয়ামীলীগের স্বৈরাচারী সরকার বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে মেরে ফেলার চেষ্টায় লিপ্ত রয়েছে। এই সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার মুক্তি দিচ্ছেন না।

তারা বলেন, দেশ আজ অনিয়ম-দুর্নীতিতে ভরে গেছে। যদি এই আ’লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে জনগণের কথা চিন্তা করতো। দেশে দ্রব্যমূল্যের বাজার উর্দ্ধগতির কারণে দেশের মানুষ হাহাকার করছে। এই দেশে ভোট বলতে কিছুই নেই। আগামী প্রজন্ম ভোট কি জিনিস তারা বুঝবে না। দেশে এক তরফাভাবে ভোট অনুষ্ঠিত হয়। জনগণ বেঁচে থাকার জন্য ভয়ে মুখ খুলতে সাহস পায় না।

তারা আরও বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য দ্রুত নি:শর্ত মুক্তির দাবি জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে