শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১

ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পরশুরাম শালধরে অপরিবর্তিত

ফেনী প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৪, ১২:১৮
ছবি: যায়যায়দিন

ফেনীর মুহরি নদীর পানি কমতে শুরু করেছে। ফুলগাজীতে উন্নতি হলেও পরশুরামে অপরিবর্তিত রয়েছে। শালধরের ভাঙন দিয়ে এখনো পানি ঢুকছে। আঞ্চলিক মহাসড়কে পানি এখন নেই। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের একটি বন্যায় পরশুরামে এসে ঘোষণা দিয়েছিলেন এবং কাজও শুরু করেছিলেন। ২০০১ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে সেই কাজ বন্ধ করে দেন বলে তিনি মিডিয়াকে জানান।

এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্তের জন্য ১০ লাখ টাকা, ২শ’ টন চাল এবং ২শ’ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

গতকাল ফুলগাজী উপজেলা চেয়ারম্যান হারুন মজুমদার তার ব্যক্তিগত তহবিল থেকে তিনশ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ফুলগাজী বাজারের ব্যবসায়ীরা কোটি টাকার লোকসানের ঘানি টানছে। তারা সরকারি সাহায্য সহযোগিতা কামনা করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে