চারিপাড়া বাজারে দুটি দোকানের বেড়া খুলে নেওয়ার অভিযোগ

প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ২২:৩১

শাহজালাল সরকার সাজু,  চান্দিনা ( কুমিল্লা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

কুমিল্লার দাউদকান্দি চারিপাড়া বাজারে ২টি  দোকানের টিনসেড ভেরা খুলে নিয়ে যাওয়ার  অভিযোগ উঠেছে। উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের চারিপারা  বাজারের ০২টি দোকানের চতুর পার্শ্বের, টিনশেড বেড়া দিন দুপুরে খুলিয়া নিয়ে যায় স্থানিয় প্রবাবশালী লিটন ও তার দুই ছেলে এবং সাইফুলেরবিরুদ্ধে এমন অভিযোগ উঠে। এই বিষয়ে কুমিল্লা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে মামলা দায়ের করা হয়।এই মামলা তদন্ত করছেন দাউদকান্দি মডেল থানা পুলিশ। 

মামলার বিবরনে বলা হয়, আসামী সহ অপরাপর আসামীগন গত ২০শে অক্টোবর ২০২৩ তারিখে  ০২টি দোকানের চতুর পার্শ্বে টিনশেড বেড়া খুলিয়া নিয়ে যায়, এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়। এবং ৫ বছরের  দোকানের ভাড়া বাবদ লিটনের কাছে দোকানের মালিক ৩লাক্ষ  ২০ হাজার টাকা পায়।  

বরং সে দোকানের  ভাড়া না দিয়ে দোকানের বেড়া খুলে  নিয়ে যায়। বেড়া খোলে নেওয়ার দৃশ্য দেখলেও কেউ কিছু বলার সাহস পায়নি। 
অভিযুক্ত লিটনের সাথে মুঠোফোনে  যোগাযোগ করলে এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি। সঠিক তদন্তের মাধ্যমে প্রাসনের সহযোগিতা চান স্থানীয়  দোকানদাররা৷

যাযাদি/ এস